জীবনের নৌকো
-সুচেতা অধিকারী
জীবনের এই নৌকো,
নদীতে বয়ে যায়;
অবিশ্বাস,অমর্যাদা ও অবহেলিত এসব শব্দগুলো নিয়ে।
যা কিনা একটা সম্পর্কে থাকলে পরে,
সেই সম্পর্ক এক বছর কেনো একদিনও টেকেনা।
তাই জীবনের নৌকো তে স্থান একমাত্র,
বিশ্বাস,মর্যাদা,স্বাধীনতা এর মতো;
পসিটিভ শব্দগুলোর হওয়া উচিৎ।
No comments:
Post a Comment