সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা
প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার পঞ্চম বর্ষের ৬ষ্ঠ সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত ।অমর একুশে বইমেলা ২০২৫ ও কলকাতা আন্তর্জাতিক বই মেলা উপলক্ষ্যে ত্রিলোচন সাহিত্য ভুবনের নতুন উদ্যোগ প্রকাশিত সব ধরণের বইয়ের তথ্য দিতে পারেন ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা "অপ্রৌধা" ইমেইল, shuvojitdutta12@gmail.com ।আমরা পৌঁছে দেবো পাঠকের কাছে ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার মাধ্যমে।।সঙ্গে যুক্ত করে দিন যোগাযোগের মাধ্যম, যেমন, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রভৃতি।এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে।