প্রশ্ন
রণজিৎ কুমার মুখোপাধ্যায়
এখন সময় করতলে দাঁড় করিয়ে রেখেছে গতিশীল চঞ্চল শহরটাকে
ক্রমশ যেন ফুরিয়ে আসছে তার উৎসবের পরমায়ু
,দুধ , গঙ্গাজল, তুলসী গাছ শিয়রে তার দীর্ঘ নিঃশ্বাস ফেলছে
একতারা হারিয়েছে বাবাজী বাউল
দিশাহীন যন্ত্রণায় গৃহিণীর ভালোবাসা কেমন উদাসিন ,চোখ তার ফ্যাকাসে
অরন্যের গাছপালা মৌন চাপা কান্নায়
নক্ষত্রগুলি ঝুলে পড়েছে সরস পৃথিবীর অভিমুখে
কেঁপে কেঁপে উঠছে ধামসা মাদলের আওয়াজ অন্তরাত্মা কাঁদছে কৌপিন হারানোর ভয়ে
এতদিন মুঠো মুঠো আনন্দ ছড়াচ্ছিল পৃথিবী
বাতাস খুঁজে বের করে আনছিল সুখ
তাও সমুদ্রগর্ভে বিলীন হচ্ছে সন্তাপে
নিরুত্তাপ ছিল ক্ষুধাগ্নি
কেন জানিনা কোন বেরসিক আকস্মিক বয়ে নিয়ে এলো এক আকাশ মুখভার করা কালো মেঘ স্বদেশ তথাপি নয় শৃঙ্খলা পরায়ণ
নইলে কেন পাওয়া যায়না প্রেমিক প্রেমিকার বিশুদ্ধ প্রেম
কেন পাওয়া যায় না প্রকৃত দেশ প্রেমিক
কেন পাওয়া যায় না দুঃখ দারিদ্র নেভানো আলো।