ত্রিলোচন সাহিত্য ভুবন v

 সুন্দরী 

  পারভীন শীলা 


সুন্দরী তুমি,

জোছনার আলোর মতো স্বচ্ছ

প্রকৃতির মতো নির্মল

চাঁদের মতো সত্য।

সুন্দরী তুমি,

চির যৌবনা স্বর্ণালী সকাল

মায়াবী বিকেলের স্নিগ্ধতায়

ঘেরা

অপূর্ব বাংলার অবয়ব।

No comments:

Post a Comment