জীবনের কথা
পারভীন শীলা
শ্রাবণের মেঘে ঢেকেছে আকাশ,
পৃথিবীর বুকে ঝরেছে
ফুটন্ত শিউলি,
জীবনের সব কথা-
সাগরের ও পারে ডুবে যাওয়া সূর্যটার মতোই।
নদীর তরঙ্গে লেখা হয়ে যায়
ঝরে পড়া কিছু জীবনের কথা,
বুকের সবটুকু কষ্ট নীল আসমানে
ভেসে বেড়ায় মেঘ হয়ে,
তারপর উড়ে উড়ে পৃথিবীর পরে
ঝরে পড়ে কষ্টের লোনা জল,
আকাশের বুক থেকে তখন বৈরী হাওয়া
শাঁই শাঁই শব্দে ছুটে আসে
পৃথিবীর খোলা দরজার ভীতর দিয়ে,
এ পৃথিবী তখন ম্রিয়মাণ!
বিধবার সাদা শাড়ীর মতোই ফ্যাকাশে
মুখখানি তার
দূর্বিষহ জীবনের কথা কয়।
No comments:
Post a Comment