পরাধীনতার নাগপাশে
-রণজিৎ কুমার মুখোপাধ্যায়
ইসিজি রিপোর্টে কে গ্রাফটি এঁকেছিল যন্ত্র
তাতে ধরা পড়েছিল মানবিকতাবোধ হৃদয় থেকে বেরিয়ে গেছে গঙ্গা জলে ; মহাদেব গঙ্গাকে জটা থেকে মুক্তি দেওয়ায় নরকুলে প্রচুর বিপত্তির চর জেগে উঠেছে দেখে কপিলমুনি অহর্নিশ তপস্যা শুরু করে দেন , দীর্ঘ তপস্যার পর যখন মানুষের মনুষ্যত্ববোধকে তিনি ফেরাতে পারলেন না তখন বাতাস রটনা করে দিল মানুষ আজ অমানুষের দলে ; এই কথা শুনে দানবেরা সহিংস নৃত্য শুরু করে দিল হাঁস,মুর্গী, কোকিলের অঙ্গনে ।সংখ্যায় এরা ভারি বুঝে সত্য নারায়ণ বাবু স্বদেশ থেকে পলায়ন করলেন ,মিথ্যেবাবু রাজাসনে বসে পাকাপোক্ত দলিলে ফরমান চালাতে থাকলো; শয়তান অন্ধকার বেচারা দিনের আলোয় ভদ্রলোকের মুখোশ পড়ে চাণক্যের শ্লোক আওড়াতে থাকলো আর পোঁ-ধরা ডাক্তার বাবু সকলের বুকে স্টেথোস্কোপ লাগিয়ে কানে শুনতে থাকলো নর নারীর হৃৎস্পন্দন । ছন্দবদ্ধ হৃদস্পন্দন নয় জেনে মিথ্যে বাবু রাস্তাঘাট হাট-বাজার বন্ধ করে দিয়ে হুঙ্কার ছাড়তে লাগলো , হুঙ্কারের শব্দে গাছের পাতা ঝরে পড়লো ,ফুল আর পাপড়ি মেলল না, নদী উজানে বইতে শুরু করল ,পরাধীনতার নাগপাশে বিষন্ন হলো প্রাকৃতিক মন ;এটাই ছিল আহাম্মকের প্রথম পর্বের প্রথম কড়চার প্রথম সোপান ।
No comments:
Post a Comment