ত্রিলোচন সাহিত্য ভুবন v

রস-তত্ত্ব

অরুণ কুমার ঘোষ

রস খুঁজে ফেরো তুমি রস নেই বনেতে

রস আছে জেনো ভাই রসিকের মনেতে। 

রসগোল্লার রস একটুও ভালো নয়

সুগারের সহোদর এতে নেই সংশয়। 

কাঠে কত রস পায় পাখি কাঠঠোকরা

মনোসুখে বিড়ি ফুঁকে রস পায় ছোকরা। 

দুধে নয়, মদে রস তাতে নাই সন্দ

দুধ বেচে মদ খায় গোয়ালা যে নন্দ। 

সত্তরে শাদি করে শুকুরালি রস পায়

বোষ্টম রস পেতে বোষ্টমীর পিছু ধায়। 

নিমপাতা রস দেয় তবে ভাই তিক্ত

নাক চেপে খেয়ে দেখো হবে রোগমুক্ত। 

রাধে আর কেষ্টর আছে বড়ো লীলা-রস

নিষ্কর্মার দল হয়ে পড়ে এতে বশ।

রাজনীতি-রস খেয়ে নেতা হয় চাঙ্গা

এই রসে জনতা কত করে দাঙ্গা। 

রেশনের চালে রস তুল্য যে নাই তার

রাজনীতি নেতারা খেয়ে যায় বারবার।

আমফানি কাটমানি ঘুষে রস মস্ত

তাই আজ নেতারা এতে বড়ো ব্যস্ত। 

আরও ভাই আছে রস মহামারী করোনায়

নার্সিং হোমগুলো দুহাত ভরে নেয়। 

আহা মরি! কত রস আছে সব ধর্মে

এই রস পেতে সব মাতে কত কর্মে।

শাসকেরা রস পায় স্বজনের পোষণে

সবচেয়ে বেশি রস গরিবের শোষণে। 

বলতে যে পারি আমি আরও রস তত্ত্ব

লেগে যাবে আঁতে ঘা হবে উন্মত্ত। 

গলাটিপে ঝুলিয়ে দেবে ওই গাছটায়

পরিবার পরিজন করবে যে হায়! হায়!

আরও কত পাচ্ছি যে বিপদের গন্ধ

তাই এই রসালাপ করিলাম বন্ধ।

No comments:

Post a Comment