বিজ্ঞান বনাম ভাইরাসে
শিবশঙ্কর মণ্ডল
এ এক অদভুৎ পৃথিবী
এখানে অজানা শব্দরা ভাসছে
অচেনা বলয়ে দুরত্ব বাড়িয়ে ,
পরিচিতরা চেনা ছকের বাইরে
নিজেদেরকে আত্মগোপনে হারিয়ে ।
এ পৃথিবীতে পরস্পরের হুংকার নেই
শক্তি প্রদর্শনের গোলাগুলির আওয়াজ নেই
একে অপরের দোষারোপের রাজনীতিও নেই ।
এ পৃথিবীতে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে
দেশ জাতি সমাজ অর্থনীতি পুনরুদ্ধারের
নিজ নিজ সভ্যতা অক্ষুণ্ণ রাখার একান্ত লড়াইয়ে
ভবিষ্যতে ভাইরাস মুক্ত পৃথিবী পেতে।
এ পৃথিবীটা যেন ভাইরাসের অধিকারে
ছিনিয়ে নিতে চায় তিলে তিলে
মানুষের মৃত্যুর সারি নিশ্চিতে
ধ্বংস করতে চায় বিজ্ঞানের গর্বে।
এ পৃথিবীর ভাইরাস আতঙ্কের যুদ্ধে
সৈন্য গোলা বারুদ যুদ্ধ বিমান নেই
সড়ক জল আকাশে হাঙ্গামা নেই
রাসায়নিক অস্ত্র পরমাণু বোমা নেই
বিধাতা জোতির্বিজ্ঞানের আশীর্বাদ নেই।
শুধুই ডাক্তার সেবিকা ওষুধ প্রশাসন
লড়াইয়ে বিজ্ঞান বনাম ভাইরাসে ।
No comments:
Post a Comment