কৃষ্ণচূড়ার নীচে
পারভীন শীলা
কৃষ্ণচূড়ার নীচে দাঁড়িয়ে ভাবছি
আজ তুমি নেই
আছে স্মৃতিটুকু
যতটুকু দিয়েছিলে আমায়
গ্রহণ করেছি ততটুকু।
কাক ডাকা সেই আবছা আলোয় ভোরে
বকুলের গন্ধে আকুল
মনের দরজা খুলে
শিশিরে ভেজা পায়ে
মেঠোপথ পেরিয়েছি কত
দু হাতের কঠিন আলিঙ্গনে।
ডোবা, পুকুরের জলে ভীজে
বালিয়াড়ি হাঁসের খোঁজে
কখনো বিলের ধারে,
শাপলা শালুকের খোঁজে
ডুব দিয়ে পানকৌড়ির মতো জলে,
আরো কতো বনের ভিতর
বেতের কাঁটার ঘায়ে,
কেটেছে পা ঝরেছে রক্ত,
তাও দৌড়েছি হাত ধরে
বউ কথা কও পাখিটির খোঁজে,
আম গাছের মগ ডালে বসে
পাশাপাশি -
কাঁচা আমের স্বাদে
ঝুলিয়েছি পা
মনের আনন্দে।
এ ভাবে
সকাল গড়িয়ে দুপুর,
দুপুর গড়িয়ে বিকেল,
সারাদিনের ছুটোছুটি
খুনসুঁটি
সন্ধ্যেয় মায়ের বকুনি।
সবই পড়ে মনে
শুধু নেই তুমি
বিদায়ের বেলায় বলেছিলে
বন্ধু
এবার হলো ছুটি
ভুলে যেও সব আমার দেয়া প্রীতি।
সব ভুলে গেছি
পড়ে শুধু মনে
কৃষ্ণচূড়ার নীচে
তোমার আমার মন দেয়া নেয়ার
সেই তিথি।
No comments:
Post a Comment