{কদম শিউলি স্তব্ধ}
রাণু সরকার
======================
বেগবানে এলে সোহাগকে সাথে নিয়ে,
অঙ্গনা প্রণয়ীণীর কাছে অনুরাগের যৌতুকে
গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরবে!
আকাশ পথে দু'জনের ভ্রমণ কল্পনার ডানা মেলে উড়ে উড়ে!
সুদূর নীল নভস্থলে বলাকারা দেখবে আমাদে উড়ে চলা সোহাগ,
সোহাগের ছোঁয়ায় শিহরিত দু'টি শরীরের শিরায়-শিরায় রক্তের গভীরে আনন্দে কাব্য স্রোত বয়ে চলা!
সোহাগের সমুদ্রে ডুবে দু'জনে সোহাগের অবগাহনে অনাবৃত বুকে চুম্বন এঁকে রঙ ধুনুর সাত রঙে রাঙিয়ে দিলো শরীর!
উজ্বল নক্ষত্র অরুন্ধতী দীপ্যমান সোহাগের ভরা বর্ষায়!
গভীর সোহাগে দু'জন ভিজছে কদম গাছের ছায়ায়!
থরথর কাঁপছে দুটি শরীর গভীর সোহাগের আবেগে!
অঙ্গনা প্রণয়ীণী ও পলিতকেশের গভীর সোহাগ দেখে কদম শিউলি স্তব্ধ!!
No comments:
Post a Comment