লঙ্কা কান্ড
অঞ্জলি দে নন্দী, মম
আচারী লঙ্কা
বাজিয়ে ডঙ্কা
খুব চেঁচিয়ে বলে,
আমার দেহ সবচেয়ে শ্রেয়।
আমার মত আর নাই তো কেহ।
ওর বড়ই অহংকা' .......
তা শুনে
মুখ খেঁচিয়ে বলে
ধানী লঙ্কা,
আমি সবচেয়ে বড় আমার গুণে!
জবরদস্ত ঝগড়া করে দুজনে......
লংকাদের কান্ড দেখেশুনে
মনে মনে মনে
ভাবে জিভ জীবন্ত, শান্ত.......
ক্যানো ওরা মেতেছে এ আত্ম রণে?
আমি ছাড়া ওরা তো ভ্রান্ত।
No comments:
Post a Comment