কবিগুরু
অলোক নস্কর
হাজার লিখি হাজার পড়ি
হাজার বিষয় ভাবি ,
কে-যে কত মহান লেখক
হরেক রকম দাবি ,
বড়ো লেখক ছোট লেখক
তর্কযুদ্ধ চলে ,
নানা মানুষ নানান রকম
নিজের মতো বলে ,
আমি কেবল একটি নামে
হই-যে কুপোকাত ,
সে-তো রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
আমি লেখক-কবি , নয়-তো জানি
লেখার চেষ্টা করি ,
ভালো কিছু বিষয় পেলে
লিখতে কলম ধরি ,
রবি ঠাকুর আছেন মাথায়
ভয়-কে করবো জয় ,
সহজ সরল লিখবো আমি
কঠিন কিছু নয় ,
লিখছি আমি বহু রকম
করছে কুপোকাত ,
সে-তো রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
বিশ্বকবি গুরুদেবের
চরণতলে বসি ,
কবি গুরু আলো দেন
উনি আমার শশী ,
কবি গুরু পথ দেখাবেন
ভাবনা আমার কিসে ,
কবি গুরুর পথের ধুলায়
চাই-যে যেতে মিশে ,
গুরুর সুরে সুর মেলাতে
হই-যে কুপোকাত ,
গুরু আমার রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
No comments:
Post a Comment